মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর নতুন করে আআহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ক্লাবের হল রমে এক জরুরী আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয় জমসেদ আলী, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব আল আমিন।
জমসেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় গত ১০ ডিসেম্বর আখতারুজ্জামানকে আহ্বায়ক করে নির্বাচনের দায়িত্ব দেয়া হয়। কিন্তু সে গঠনতন্ত্র না মেনে নিজ মনগড়া কমিটি গঠন কমিটি করে ক্লাবের মানক্ষুন্ন করে। ফলে তার করা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ সভার আগে যাবতীয় রেজুলেশনের সব কাগজ পত্রকে সব বাতিল করা হয়েছে বলে সিদ্ধান্ত নেয়া হয়।নতুন আহ্বায়ক কমিটি তফিসিল ঘোষনার মাধ্যমে আগামি ২২ সালের ১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের গ্রহনের কথা জানানো হয়।
এ সময়
উপস্থিত ছিলেন, জারিফ হোসেন, টুটুল রবিউল,শাহিন আক্তার, আল-আমিন, মেহেদী হাসান শিয়াম,
আমিনুল হক, ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ শিপন।