Nov 1, 2021

ফজলি আমকে জিআই পণ্যের স্বীকৃতি চায় জেলাবাসী



চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পন্য হিসেবে স্বীকৃতির দাবীতে শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ম্যাংগো ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (১ নভেম্বর) বেলা ১১ টায় শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এ সময় চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পন্য হিসেব স্বীকৃতি চাই আম ব্যবসায়ী ও বাগান মালিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আম উৎপাদনের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ফলে চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানীও বলা হয়। ফলের রাজা আম, আমের রাজা ফজলি, ল্যাংড়া ও ক্ষিরসাপাত। ফজলির উৎপত্তি মালদাহ ও চাঁপাইনবাবগঞ্জ। উৎপাদনে বেশী, স্বাদে ও ঐতিহ্যে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমই সেরা। রাজশাহীর ফজলি বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পন্য হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপন্য হিসেবে ঘোষণা ও ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে এক মন নির্ধারণের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ম্যাংগো ফাউন্ডেশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস , সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষিপন্য উৎপাদন ও সরবরাহ সমিতির সাধারণ সম্পাদক মুনজের আলম ও ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।মানবন্ধনে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে আম বাগানিসহ সব পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com