Mar 15, 2022

সত্য প্রকাশে আপোষহীন থাকবে বাংলাদেশ প্রতিদিন


চাঁপাইনবাবগঞ্জে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

দৈনিক বাংলদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুত্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এ সময় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।


আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রতিদিন একটি বহুল প্রচলিত পত্রিকা। পত্রিকাটি স্বপ্ন টাকায় সারাদেশের সংবাদ ও বিনোদন পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিন সত্য প্রকাশে আপোষহীন থাকে। আগামিতেও সত্য ন্যয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোষহীন থাকবে। এ সময়ে বক্তারা পত্রিকাটির আগামীর সাফল্য আর উত্তরোত্তর কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নামো শংকরবাটি উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক আসলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক (২) ও দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল সুকরানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রেজা ইমন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফায়জার রহমান কনক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আরমানসহ অনান্যরা

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com