Jun 30, 2021

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ২ দিনে ৮ জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।একদিন আগে ও জেলাটিতে করোনায় ৪ জনের প্রাণহানী হয়। এনিয়ে মোট গত ২ দিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭ জন, আরেকজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলায় করোনায় মোট ১১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকালে এতথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা.জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলাব্যাপী ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এ সময়ে ২৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়।নতুন করে করোনা ইউনিটে ভর্তি হয়েছে ৫ জন ছাড় পেয়েছে আরও ৫ জন রোগী।

তিনি আরও জানান, জেলায় মোট ২৩ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৮ জন।বর্তমানে জেলায় মোট চিকিৎসাধীন রোগী আছেন ১ হাজার ৯৭  জন।

৭২ শয্যার ডেডেকেটেড করোনা ইউনিটে ৭৪ জন রোগী ভর্তি আছেন।এতথ্যটি নিশ্চিত করেছে ওই ইউনিটের তথ্যপ্রদান কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার।

জেলাটিতে করোনা সংক্রমণ রোধে তৃতীয় দফায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল জেলা প্রশাসন।আজ তৃতীয় ধাপের বিধিনিষেধের শেষ দিন।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com