Showing posts with label অপরাধ ও দূর্নীতি. Show all posts
Showing posts with label অপরাধ ও দূর্নীতি. Show all posts

Apr 7, 2021

চাঁপাইয়ের এক যুবকের অভিনব কায়দায় ফেন্সিঃ পাচার

চাঁপাইয়ের এক যুবকের অভিনব কায়দায় ফেন্সিঃ পাচার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার একবরপুর দক্ষিন পাড়ায় এক অভিযানে তাকে আটক করা হয়। আটক যুবক-শিবগঞ্জ উপজেলার একবরপুর দক্ষিনপাড়া গ্রামের মোঃ পুটু আলীর ছেলে মোঃ টমাস আলী (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সুত্রে জানা যায়, আটক টমাস অভিনব কায়দায় ২টি মবিলের জারকিনের তলা কেটে ফেন্সিডিলের বোতল ঢুকিয়ে ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার ব্যাগ তল্রাসী করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে ফেন্সিডিলসহ তাকে আটক করে ডিবি পুলিশ। বুধবার তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Apr 6, 2021

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া পুলিশ আটক

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া পুলিশ আটক


চাঁপাইনবাবগঞ্জে একজন ভূয়া পুলিশকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে শিবতলা মোড় থেকে মোহাম্মদ হোসেন (৩১)। আটক করা হয়। সে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাগুরা এলাকার দিদার-উল্লাহর ছেলে। আটকের পর সে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের সদস্য বলে পরিচয় দেয়। বিজিবি সুত্রে জানা গেছে; সে পুলিশ নয়; সে একজন বিজিবির সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়; দীর্ঘদিন থেকে শিবতলা এলাকায় এসআই মামুন নামে ভূয়া পুলিশ সেজে অনেকের কাছে টাকা হাতিয়ে নিয়েছে। আজ সকালে টিকরামপুর এলাকার ইসারুল হক (৩২)। সে ডিজিটাল অটো রিক্সা হাউজের প্রোপাইটর। ঐ ভূয়া পুলিশ ইসারুলের দোকানে অটোর ব্যাটারি বিক্রি করতে গেলে তার সন্দেহ হয়। সে তাকে আটকিয়ে রাখে। পুলিশকে ফোন দেয়; পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সদর থানার ওসি মোজাফফর হোসেন। তিনি জানান; অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ কারীদেরকেও থানায় ডাকা হয়েছে। মূল ঘটনা শুনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সুরুজ মিয়া। তিনি জানান; আমি সব শুনেছি। সে (মোহাম্মদ হোসেন) যেটা করেছে অপরাধ করেছে। তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পোষিয়ে দেয়া হবে। 

 

Apr 3, 2021

চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদসহ আটক যুবক

চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদসহ আটক যুবক


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার থেকে ১০০ বোতল চোলাই মদসহ আটক করা হয়। আটকৃত ব্যক্তি সদর উপজেলার আতাহাররের বুলনপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২০)।

খোঁজ নিয়ে জানা যায়; সদর মডেল থানার এসআই ওসমান গণির নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল (২ এপ্রিল) দুপুরে বুলনপুর এলাকায় ১০০ বোতল চোলাই মদসহ ইসমাইলকে আটক করা হয়।

সদর থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান; ১০০ বোতল চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে। তার পরিমাণ ৪০ লিটার। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Apr 2, 2021

 চাঁপাইনবাবগঞ্জে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে যুবক আটক


শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:শিবগঞ্জে বিপুল পরিমান ভারতীয় সিগারেটসহ এক যুবককে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র‌্যাব সদস্যরা।আটককৃত যুবক হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে বেনজীর আহমেদ(৪৫)।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সয়বাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মরদানা গ্রামের দাড়ার ব্রীজ এলাকায়  ৫৬, ৫০০ভারতীয় সিগারেট সহ বেনজীর আহমেদ(৪৫)কে হাতেনাতে আটক করে।এ সময় তার নিকট হতে একটি বাইসাইকেল ও একটি মোবাইল ও ্একটি সীমকার্ড জব্দ করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং বেনজীর আহমেদকে পুলিশের সহায়তায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


Apr 1, 2021

মুদি ও শেখ হাসিনার ব্যঙ্গ ছবি শেয়ার; থানায় ডায়রী

মুদি ও শেখ হাসিনার ব্যঙ্গ ছবি শেয়ার; থানায় ডায়রী


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আহসান আলী (৪০) নামে এক যুবক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ ছবি তার নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ নিয়ে শিবগঞ্জে তিব্রনিন্দার ঝড় উঠে।

গতকাল বুধবার বিকেলে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পাঁকা ইউনিয়ন শাখার সভাপতি এস.এম.আল আমিন (৩৪) শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। যুবক আহসান (৪০) পাঁকা ইউনিয়নের চঁরপাকা এলাকার মৃত আঃ বাশির ওরফে সেন্টুর ছেলে। 

থানায় করা সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়; "Ahsan Ali " নামীয় ফেসবুক আইডিতে ভারত ও বাংলাদেশের দু প্রধানমন্ত্রীর ব্যঙ্গছবি শেয়ার করে ঐ যুবক। 

এস.এম আল আমিন। তিনি জানান; আমার বিশ্বাস যে; ঐ ছবিটি কম্পিউটারের মাধ্যমে এডিট করা হয়েছে। এ অশ্লীল ছবি শেয়ার করে মানক্ষুন্ন করেছে সরকারের। বিষয়টি ভবিষ্যৎ'র জন্য থানায় ডায়রী করে রাখা হলো।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান; চঁরপাকা এলাকার আসহানের বর্তমান ঠিকানা শিবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত নতুনপাড়া এলাকায়। সাধারণ ডায়রী করেছে আমি জানি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Mar 30, 2021

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা হতে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাব- ৫। সোমবার (২৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী গ্রাম হতে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ২টি ৭.৬৫ মিমি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি ও সিমসহ একটি মোবাইল ফোন উদ্ধার করে র্যা ব। আটক অস্ত্র ব্যবসায়ী-রাজশাহী জেলার তানোর উপজেলার দোগাছা হাপানিয়া গ্রামের মোঃ বিশুর ছেলে মোঃ কাজল (১৯)।

সোমবার দিবাগত রাত ৩টায় পাঠানো এক প্রেসনোটে র্যা ব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী গ্রামে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ অস্ত্রব্যবসায়ী কাজলকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন হতে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যা ব।


চাঁপাইতে আপন ভাইয়ের আঘাতে আরেক ভাইয়ের মৃত্যু

চাঁপাইতে আপন ভাইয়ের আঘাতে আরেক ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর এলাকার নামো হড়মায় জমিসক্রান্ত বিরোধ নিয়ে, নিজ আপন ভাইসহ ভাইপোদের আঘাতে রফিকুল ইসলাম (৬০) নামে অপর ভাই নিহত হয়েছে। 

ফাইল ছবি।

খোঁজ নিয়ে জানা যায়; প্রতিপক্ষ নামো হড়মা এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে রাহাফুল (৫৬), রাহাফুলের ছেলে মাযহারুল ইসলাম (২৪), জুয়েল হোসেন (৩২) মৃত রফিকুল ইসলাম গতকাল সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে টায় চা খাওয়ার উদ্দেশ্যো হড়মা বাজার যাচ্ছিলো। পথের মধ্যে রফিকুলকে মারার জন্য ওঁত পেতে বসে ছিলো প্রতিপক্ষরা। এবং রফিকুলকে একা পেয়ে পিতা দু-পুত্র (মৃত রফিকুলের ভাই ও ভাইপো) মিলে তাকে বেধড়ক মারধর করে। এলাকার লোক জন এসে রফিকুলকে উদ্ধার করে। পরিবারের লোকজনসহ তারা রফিকুলকে গুরতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য একই রাত ১২টায় রাজশাহী মেডিকেল কলেজে ( রামেকে) প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রফিকুল শেষ নিঃশ্বাস ত্যাগ করে রামেকে ।

সদর থানার ওসি মোযাফফর হোসেন ঘটনাটির নিশ্চিত করে জানান; ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Mar 20, 2021

চাঁপাইনবাবগঞ্জে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবাসহ এক শীর্ষ মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার বিকেল ৩টার সময় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের কল্যানপুর গ্রাম হতে ১হাজার ৪৬৪ পিস ইয়াবাসহ ওই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক শীর্ষ মাদক ব্যবসায়ী-শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর মুন্নাটোলা গ্রামের মোঃ মইমুর হোসেনের ছেলে মোঃ দুরুল হুদা (৪০)।

শনিবার বিকেল সোয়া ৫টায় পাঠানো এক প্রেসনোটে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের কল্যানপুর গ্রাম হতে ১ হাজার ৪৬৪ পিস ইয়াবাসহ দুরুলকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন হতে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ৩ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার  পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড শাহীবাগ মহল্লার আফতাফ উদ্দিন মহুরির ছেলে মো. জিলহাজ বাবু (২৭), পৌর এলাকার প্রফেসর পাড়ার নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩২) ও একই মহল্লার সালাউদ্দিনের ছেলে রুবেল (৩০)।

আসামিদের মধ্যে আলাউদ্দিন ও রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, মাদক দমনে নিয়মিত টহলের অংশহিসেবে শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজের দোষ স্বীকার করেছেন।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার পরিদর্শক- ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে অফিসার  সাইফুর রহমান, অফিসার আসাদুর রহমান, অফিসার খোন্দকার সুজাত আলী, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, অপারেটর সোহেলসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় আসামি জিলহাজ বাবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। যার মামলা নং-৩৮। আর বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।

Mar 19, 2021

চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের জেল জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের জেল জরিমানা


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ৪ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার সকাল ৯টা হতে সন্ধ্যা পৌনে ৭ টা পর্যন্ত চালানো অভিযানে গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী-গোমস্তাপুর উপজেলার নুনগোলাকেডিসিপাড়ার মোঃ হাফিজের ছেলে মোঃ রাহুল (২৫) ও মাদক সেবনকারীরা হল- একই উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দীন (৩৮), কাঞ্চনতলা গ্রামের মোঃ আসরউদ্দিনের ছেলে মোঃ সাইদ (৩৬), নুনগোলা কেডিসি পাড়ার মোঃ হাফিজের ছেলে মোঃ রহিম (৩০) ও একই গ্রামের হাফিজের স্ত্রী মোছাঃ রেখা বেগম (৫০)।

র‌্যাব-৫ এক প্রেসনোটে জানায়, র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মোঃ জসিম উদ্দীনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ সাইদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ রহিমকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোছাঃ রেখা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। অপর মাদক ব্যবসায়ী রাহুলকে আসামী করে গোমস্তাপুর থানায় একটি মাদকের মামলা করা হয়েছে।

Mar 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে ৪ জন মাদ্রাসার শিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জে ৪ জন মাদ্রাসার শিক্ষক আটক


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কেকের পরিবর্তে পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ব্যঙ্গাত্মকভাবে পালন করার অপরাধে ৪ মাদ্রাসা শিক্ষককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। গতকাল ১৭ মার্চ বুধবার দুপুর ১২টার দিকে ওই মাদ্রাসা থেকে ২জন ও এ ঘটনার সাথে জড়িত থাকার কারণে সন্ধার দিকে ২ জন মোট ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বোয়ালিয়া বৈরতলা দাখিল মাদ্রাসার সুপার লালপুর এলাকার জোহাক আলীর ছেলে আব্দুস সালাম (৫৫),  একই মাদ্রাসার শিক্ষক দক্ষিন নারায়নপুর এলাকার ওমর আলীর ছেলে  গোলাম কবির (৪৮), কাশিয়াবাড়ি এলাকার মৃত মমিনের ছেলে আজমল (৫২), ঘাটনগর এলাকার রাশেদ আলীর ছেলে কুতুবুল ইসলাম (৫০)।

জানা যায়, বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস বিতর্কিত ও ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কাটার আয়োজন করে সুপার আব্দুস সালাম। আর সে অনুষ্ঠান ফেসবুক লাইভে প্রচার করে ওই মাদ্রাসার শিক্ষক গোলাম কবির। ওই বিতর্কিত ও ব্যঙ্গাত্মক আয়োজন ফেসবুকে দেখে স্থানীয়রা গোমস্তাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ওই দুই মাদ্রাসা শিক্ষককে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ।

গোমস্তাপুর থানার ওসি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে বিতর্কিত করার লক্ষ্যে ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে উদযাপন করে বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ এবং সে অনুষ্ঠানের লাইভ করা হয় শিক্ষক গোলাম কবিরের ফেসবুক আইডি হতে। ফেসবুক লাইভেও তারা বিতর্কিত কথাবার্তা বলেছে । সন্ধার দিকে আরোও ২ জন সহকারী শিক্ষককে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আটক করা হয়। ওসি আরোও জানায়; বোয়ালিয়া ইউপির আঃলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী বাদি হয়ে একটি মামলা দাযের করেন। স্থানীয়রা বিষয়টি জানালে তাদের আটক করা হয়। তাদের বৃহস্প্রতিবারে আদালতে পাঠানো হয়েছে।

 

 

Mar 17, 2021

চাঁপাইনবাবগঞ্জে কেকের বদলে পাউরুটি কেটে শিশু দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে কেকের বদলে পাউরুটি কেটে শিশু দিবস পালিত


কেকের
পরিবর্তে পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ব্যঙ্গাত্মকভাবে পালন করার অপরাধে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। ১৭ মার্চ বুধবার দুপুর ১২টার দিকে ওই মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদ্রাসা শিক্ষকদ্বয় হলো-চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম (৫৫) একই মাদ্রাসার শিক্ষক গোলাম কবির (৪৮)

জানা যায়, বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস বিতর্কিত ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কাটার আয়োজন করে সুপার আব্দুস সালাম। আর সে অনুষ্ঠান ফেসবুক লাইভে প্রচার করে ওই মাদ্রাসার শিক্ষক গোলাম কবির। ওই বিতর্কিত ব্যঙ্গাত্মক আয়োজন ফেসবুকে দেখে স্থানীয়রা গোমস্তাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ওই দুই মাদ্রাসা শিক্ষককে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ।

গোমস্তাপুর থানার ওসি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে বিতর্কিত করার লক্ষ্যে ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে উদযাপন করে বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ এবং সে অনুষ্ঠানের লাইভ ছাড়া হয় অপর শিক্ষক গোলাম কবিরের ফেসবুক আইডি হতে। ফেসবুক লাইভেও তারা বিতর্কিত কথাবার্তা বলেছে স্থানীয়রা বিষয়টি জানালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

 

Mar 16, 2021

 চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রাম হতে ৯৩৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। আটক শীর্ষ মাদক ব্যবসায়ী- সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে মোধ রফিকুল ইসলাম (৬০)।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় পাঠানো এক প্রেসনোটে র‌্যাব-৫ জানায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শাহজানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাজাপাড়া গ্রামে সকাল সাড়ে ৮ টায় এক অভিযানে মাদক ব্যবসায়ী রফিকুলকে ৯৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এসময় রফিকুলের নিকট হতে ২টি সিমসহ ১টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রফিকুল ইসলামকে আসামী করে সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু  করা হয়েছে।


Mar 15, 2021

 চাঁপাইনবাবগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। রোববার (১৪ মার্চ) দিবাগত রাত ৮টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাহেবনগর গ্রাম হতে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক শীর্ষ মাদক ব্যবসায়ী-শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মোঃ আশরাফুল হক ফড়িং (৫৫)।

রোববার দিবাগত রাত ১১ টায় পাঠানো এক প্রেস নোটে র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আশরাফুল হক ফড়িং কে হাতেনাতে আটক করে। এসময় তার নিকট হতে একটি মোবাইল ও নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Mar 14, 2021

 চাঁপাইনবাবগঞ্জে পলাতক আসামীসহ আটক  ২

চাঁপাইনবাবগঞ্জে পলাতক আসামীসহ আটক ২


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীসহ ১ পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৪টায় মাদক ব্যবসায়ী আল আমিনকে ৬১৩ পিস ইয়াবাসহ নাচোল উপজেলার নেজামপুর গ্রাম হতে আটক করা হয়। অপর এক অভিযানে পলাতক আসামী শাহজালাল  বাদশা জনিকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের মসজিদপাড়ার  মোঃ রেজাউল করিমের ছেলে আল আমিন  (৩৪) ও পলাতক আসামী  শাহজালাল বাদশা জনি (৩৫) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের দরগাপাড়া এলাকার মৃত মাওলা বক্স এর ছেলে।

শনিবার রাত সোয়া ১০টায় পাঠানো এক প্রেসনোটে র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নাচোল উপজেলার নেজামপুর হতে ৬১৩ পিস ইয়াবাসহ আল আমিনকে হাতেনাতে আটক করে। এসময়  আল আমিনের নিকট হতে ২টি সিমকার্ডসহ ১টি মোবাইল জব্দ করা হয়। অন্যদিকে, অপর এক অভিযানে পলাতক আসামী শাহজালাল বাদশা জনিকেও আটক করা হয়। আল আমিনের বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Mar 12, 2021

চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ টাকার জাল পুড়ালো ভ্রাম্যমাণ আদালত

চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ টাকার জাল পুড়ালো ভ্রাম্যমাণ আদালত


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর পর্যন্ত পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মৎস্য বিভাগ। জাটকা সংরক্ষণের লক্ষে বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চলকালে প্রায় ৫ হাজার মিটার লম্বা ১৫টি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ টাকা।

এ সময় কোনো জাটকা পাওয়া যায়নি। তবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজন জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়। আটককৃত জালগুলো সুলতানগঞ্জ ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা।

Mar 11, 2021

চাঁপাইনবাবগঞ্জের ২জন স্বণের বারসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ২জন স্বণের বারসহ গ্রেফতার

ফাইল ছবি

রাজশাহীতে ১২লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বার উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুজন হলেন, চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে টিপু সুলতান (২৫) ও একই জেলার আলমনগর গ্রামের মৃত বদিউল আলমের মো. জলিল (২৮)।

জানা যায়, পুলিশের কাছে তথ্য ছিল ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ইয়াবা আসছে। সেই ইয়াবা রাজশাহীতে এনে দেওয়া হবে আরেকজনকে। সেই ব্যক্তিকে আগেই পুলিশ আটক করে রাখে। একতা পরিবহনের বাসটি রাজশাহী নগরের শিরোইল এলাকায় থামলে ঢাকা থেকে আসা ব্যক্তির শরীরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাঁর কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে বেরিয়ে আসে দুটি স্বর্ণের বার।  পুলিশ বলছে, স্বর্ণের বার দুটির ওজন ২৩৪ গ্রাম।

পুলিশ জানান, তাদের কাছে তথ্য ছিল ঢাকা থেকে টিপু সুলতান নামে ব্যক্তি ইয়াবা এনে রাজশাহীতে জলিলের কাছে হস্তান্তর করবেন। এ জন্য আগেই জলিলকে পুলিশ আটকে রাখে। টিপু বাস থেকে নামামাত্রই তল্লাশি করা হয়। কিন্তু ইয়াবার বদলে সিগারেটের প্যাকেটের ভেতরে পাওয়া যায় দুটি স্বর্ণের বার। এই অভিযান পরিচালনা করেন নগরের বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল পুলিশ বক্সের পুলিশ সদস্যরা।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বলেন, তাঁদের কাছে তথ্য ছিল মাদক আসবে, কিন্তু তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Mar 10, 2021

চাঁপাইনবাবগঞ্জে দু হোটেলকে অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে দু হোটেলকে অর্থদন্ড


চাঁপাইনাববগঞ্জের ভোলাহাটে বাজার মনিটরিং করার সময় ২ খাবার হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১০ মার্চ বুধবার সকালে মেডিকেল মোড়ের বাজারে অভিযান পরিচালনার করার সময় অপরিস্কার ও হোটেলের খাবর ঢেকে না রাখার অপরাধে আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার ও মোনালিসা মিস্টান্ন ভান্ডারকে ২ হাজার মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ধরমপুর গ্রামের রকিব নামের একজন নিজ বাড়িতে ভ্যাজাল কেমিকেল দিয়ে অবৈধভাবে ছোট বাচ্চাদের জুস তৈরীর অপরাধে ভ্যাজাল জুস তৈরীর সরঞ্জামসহ মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এতে নেতৃত্ব দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলি ও ভোলাহাট থানা পুলিশের টিম।

Mar 6, 2021

 চাঁপাইয়ে চোলাইমদসহ নারী আটক

চাঁপাইয়ে চোলাইমদসহ নারী আটক


চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় চোলাইমদসহ এক নারীকে আটক করেছে র্যাসব-৫। শনিবার (৬ মার্চ) দুপুর ১টার সময় ৩৮ লিটার চোলাই মদ সহ নয়াগোলা ভবানীপুর এলাকা হতে ওই নারীকে আটক করা হয়।  আটক নারী মাদক ব্যবসায়ী-সদর উপজেলার আতাহার বুলনপুর গ্রামের শ্রী শালিক চেীধুরীর মেয়ে শ্রীমতি ডলি রানী (৩০)।

শনিবার দুপুর পৌনে ২টায় পাঠানো এক প্রেসনোটে র্যা ব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নয়াগোলা ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৮ লিটার চোলাইমদসহ ডলি রানীকে হাতে নাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডলি দীর্ঘদিন হতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে প্রেসনোটে জানায় র্যা ব-৫।

চাঁপাইতে ৬৬ লক্ষ টাকার হেরোইনসহ বৃদ্ধ আটক

চাঁপাইতে ৬৬ লক্ষ টাকার হেরোইনসহ বৃদ্ধ আটক


চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-৫। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১টায় তাকে শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকা হতে আটক করা হয়। আটক শীর্ষ মাদক ব্যবসায়ী, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নতুন উনিশ বিঘি গ্রামের মৃত ছৈয়ব আলীর ছেলে মোঃ বজলুর রহমান (৫৫)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টায় পাঠানো এক প্রেসনোটে র্যা ব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৬৬০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বজলুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। যার আনুমানিক মুল্য ৬৬ লক্ষ টাকা। এসময় তার নিকট হতে একটি মোবাইল ও নগদ সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন হতে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানা যায়।