চাঁপাইনবাবগঞ্জে একজন
ভূয়া পুলিশকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে শিবতলা মোড় থেকে মোহাম্মদ
হোসেন (৩১)। আটক করা হয়। সে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাগুরা এলাকার দিদার-উল্লাহর ছেলে। আটকের পর সে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের সদস্য বলে পরিচয় দেয়। বিজিবি
সুত্রে জানা গেছে; সে পুলিশ নয়; সে একজন বিজিবির সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়; দীর্ঘদিন থেকে শিবতলা এলাকায় এসআই মামুন নামে ভূয়া পুলিশ সেজে অনেকের কাছে টাকা হাতিয়ে নিয়েছে। আজ সকালে টিকরামপুর এলাকার ইসারুল হক (৩২)। সে ডিজিটাল অটো রিক্সা হাউজের প্রোপাইটর। ঐ ভূয়া পুলিশ ইসারুলের দোকানে অটোর ব্যাটারি বিক্রি করতে গেলে তার সন্দেহ হয়। সে তাকে আটকিয়ে রাখে। পুলিশকে ফোন দেয়; পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
সদর থানার ওসি মোজাফফর হোসেন। তিনি জানান; অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ কারীদেরকেও থানায় ডাকা হয়েছে। মূল ঘটনা শুনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সুরুজ মিয়া। তিনি জানান; আমি সব শুনেছি। সে (মোহাম্মদ হোসেন) যেটা করেছে অপরাধ করেছে। তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পোষিয়ে দেয়া হবে।
