Mar 15, 2021

চাঁপাইনবাবগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। রোববার (১৪ মার্চ) দিবাগত রাত ৮টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাহেবনগর গ্রাম হতে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক শীর্ষ মাদক ব্যবসায়ী-শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মোঃ আশরাফুল হক ফড়িং (৫৫)।

রোববার দিবাগত রাত ১১ টায় পাঠানো এক প্রেস নোটে র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আশরাফুল হক ফড়িং কে হাতেনাতে আটক করে। এসময় তার নিকট হতে একটি মোবাইল ও নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com