চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড শাহীবাগ মহল্লার আফতাফ উদ্দিন মহুরির ছেলে মো. জিলহাজ বাবু (২৭), পৌর এলাকার প্রফেসর পাড়ার নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩২) ও একই মহল্লার সালাউদ্দিনের ছেলে রুবেল (৩০)।
আসামিদের মধ্যে আলাউদ্দিন ও রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, মাদক দমনে নিয়মিত টহলের অংশহিসেবে শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে হাতেনাতে ৩ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজের দোষ স্বীকার করেছেন।
জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার পরিদর্শক- ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে অফিসার সাইফুর রহমান, অফিসার আসাদুর রহমান, অফিসার খোন্দকার সুজাত আলী, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, অপারেটর সোহেলসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় আসামি জিলহাজ বাবুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। যার মামলা নং-৩৮। আর বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।
