চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রাম হতে ৯৩৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। আটক শীর্ষ মাদক ব্যবসায়ী- সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে মোধ রফিকুল ইসলাম (৬০)।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় পাঠানো এক প্রেসনোটে র্যাব-৫ জানায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শাহজানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাজাপাড়া গ্রামে সকাল সাড়ে ৮ টায় এক অভিযানে মাদক ব্যবসায়ী রফিকুলকে ৯৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এসময় রফিকুলের নিকট হতে ২টি সিমসহ ১টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রফিকুল ইসলামকে আসামী করে সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
