চাঁপাইনাববগঞ্জের ভোলাহাটে বাজার মনিটরিং করার সময় ২ খাবার হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১০ মার্চ বুধবার সকালে মেডিকেল মোড়ের বাজারে অভিযান পরিচালনার করার সময় অপরিস্কার ও হোটেলের খাবর ঢেকে না রাখার অপরাধে আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার ও মোনালিসা মিস্টান্ন ভান্ডারকে ২ হাজার মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ধরমপুর গ্রামের রকিব নামের একজন নিজ বাড়িতে ভ্যাজাল কেমিকেল দিয়ে অবৈধভাবে ছোট বাচ্চাদের জুস তৈরীর অপরাধে ভ্যাজাল জুস তৈরীর সরঞ্জামসহ মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এতে নেতৃত্ব দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলি ও ভোলাহাট থানা পুলিশের টিম।
