Apr 1, 2021

মুদি ও শেখ হাসিনার ব্যঙ্গ ছবি শেয়ার; থানায় ডায়রী


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আহসান আলী (৪০) নামে এক যুবক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ ছবি তার নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ নিয়ে শিবগঞ্জে তিব্রনিন্দার ঝড় উঠে।

গতকাল বুধবার বিকেলে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পাঁকা ইউনিয়ন শাখার সভাপতি এস.এম.আল আমিন (৩৪) শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। যুবক আহসান (৪০) পাঁকা ইউনিয়নের চঁরপাকা এলাকার মৃত আঃ বাশির ওরফে সেন্টুর ছেলে। 

থানায় করা সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়; "Ahsan Ali " নামীয় ফেসবুক আইডিতে ভারত ও বাংলাদেশের দু প্রধানমন্ত্রীর ব্যঙ্গছবি শেয়ার করে ঐ যুবক। 

এস.এম আল আমিন। তিনি জানান; আমার বিশ্বাস যে; ঐ ছবিটি কম্পিউটারের মাধ্যমে এডিট করা হয়েছে। এ অশ্লীল ছবি শেয়ার করে মানক্ষুন্ন করেছে সরকারের। বিষয়টি ভবিষ্যৎ'র জন্য থানায় ডায়রী করে রাখা হলো।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান; চঁরপাকা এলাকার আসহানের বর্তমান ঠিকানা শিবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত নতুনপাড়া এলাকায়। সাধারণ ডায়রী করেছে আমি জানি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com