Dec 18, 2021

শেষ হলো বঙ্গবন্ধু বই মেলা, লেখকদের সংবর্ধনা প্রদান


চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে বঙ্গবন্ধু বই মেলা। শনিবার সপ্তাহব্যাপী মেলার শেষ দিনে সংবর্ধনা প্রদান করা হয়, এ জেলায় জন্মনেয়া লেখক, কবি সাহিত্যিকদের।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন,  জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম। 

জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জের সন্তান সমবায় অধিদপ্তরের মহা পরিচালক অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড, ফোকলোর গবেষক ড. মাযহারুল ইসলাম তরু। 

চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেওয়া ৪৮জন লেখককে সংবর্ধনা দেয়া হয় বঙ্গবন্ধু বই মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে। 
উল্লেখ্য গত এক সপ্তাহ জুড়ে চাঁপাইনবাববগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু বই মেলায়, ৩০টি স্টলে, বঙ্গবন্ধু ও মুক্তিযুক্ত বিষয়ক বই বেশি প্রদর্শিত হয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহন করা লেখকদের বইয়ের প্রদর্শন ও বিক্রি হয়েছে। 

মেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধু মঞ্চে প্রতিদিনই ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, গম্ভিরাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন স্থানের গুনী শিল্পীরা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com