মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা অগ্নিবীণা সংঘের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বালিয়াঘাট্টা কুমারপাড়ায় শুক্রবার দিনব্যাপী নানান ক্রীড়া অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শরিফুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাসুদেবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার আলফাজ হোসেন, ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার গোলাম আরিফ, সাংবাদিক রবিউল আলম টুটুল, মাসুদ আলী, যুবলীগ নেতা আমিনুল ইসলাম। বাদ মাগরিব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন, অগ্নিবীণা সংঘের সভাপতি হাবিবুর রহমান, সদস্য লিখন, শান্ত, বাসার, লাবিবসহ অন্যরা। সঞ্চালনায় ছিলেন, তানভীর আহমেদ মাসুম ও মশিউর রহমান সাজু।



