মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বালিয়াঘাট্টা কিশোর ক্লাবের আয়োজনে বালিয়াঘাট্টা হাসপাতাল মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী নানান ক্রীড়া অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব বিজয়ীদের মাঝে পুরিস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাসুদেবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার আলফাজ হোসেন, ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার গোলাম আরিফ, ১, ২, ৩ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মহিলা মেম্বার সাহিদা খাতুন হীরা, বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, মহিলা নেত্রী সুমি চৌধুরীসহ অন্যরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
