May 7, 2021

রহনপুরে মোজাম্মেলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে পৈত্রিক সম্পত্তি ভূয়া কাগজপত্র তৈরি করে দখলের প্রচেষ্টা ও ভূমিদস্যুর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি লাল মোহাম্মদ নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।


শুক্রবার (৭ মে) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগির ছেলে শাহদাৎ হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, আমার পিতার নামের আর/এস রেকর্ড চালু থাকা দখলিয় সম্পত্তি যাহা আমার নামে খোসকবলা রেজিষ্ট্রিকৃত। এ সম্পত্তিতে আমি ঘর নির্মাণ করার জন্য কাজ শুরু করলে এলাকার ভূমিদস্যু মোজাম্মেল হক বাধা দেয়। প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করি, তিনি অভিযোগটি আমলে নিয়ে অভিযোগটি থানায় প্রেরণ করেন। গোমস্তাপুর থানা পুলিশ উভয় পক্ষকে নিয়ে থানায় বসে মীমাংসা করে দেয় এবং আমার সম্পত্তিতে মোজাম্মেল হককে যেতে বারন করে। ভুমিদস্যু

মোজাম্মেল হক গত জানুয়ারী মাসে উক্ত জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। মাননীয় আদালত তার আবেদন গ্রহণ করেনি। বর্তমানে উক্ত জমিতে প্রায় ৫ মাস ধরে আমার নির্মাণ কাজ বন্দ আছে। এতে আমার ক্ষতি হচ্ছে। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে আমার নায্য জমি দখলমুক্ত করতে উর্ধ্বতন কতৃপক্ষের নিকট দাবী করছি।

 

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com