চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আল শফি আনসারীকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার বরখাস্তের আদেশের কপি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে প্যানেল চেয়ারম্যান-১ বাইরুল ইসলামকে ডেকে এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান সংক্রান্ত চিঠি বুঝিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২২জুলাই ২০২০ইং তারিখে স্থানীয় সরকার বিভাগের এক আদেশ বলে শাহ আল শফি আনসারীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্ট তা স্থগিত করে।বর্তমানে সাময়িক বরখাস্তের আদেশ বহাল করা হয়েছে।
