করোনা ভাইরাসের করনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনী বোর্ড এ ঘোষণা দিয়েছে।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার। তিনি জানান, আমরা আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ কার্যদিবস সময় হাতে রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের প্রার্থিতা বা প্রতীকের কোন পরিবর্তন আসবে না বলে জানান তিনি।
