চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের মেলার মোড় থেকে এক ফার্মেসীর সামনে থেকে ২টি ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার (১ মে) দিবাগত রাতে ককটেল ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সদর থানার ওসি মোযাফফর হোসেন এ সংবাদটি নিশ্চিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন। তিনি জানান আমি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ আটক হয়নি।
