May 2, 2021

চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


আজ রবিবার (২ মে) বেলা ১১টায় জেলা ট্রাক,ট্যাংকলরি,কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অঙ্গসংগঠন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক ইউনিয়ন অফিস থেকে মহানন্দা বাসস্টান্ড ও শহরেরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন; শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আঃ খালেক, সাবেক সভাপতি সাইদুর রহমান,সহ- সম্পাদক হুমায়ন কবির,সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম শ্যামল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন; অবিলম্বে স্বাস্হ্যবিধী মেনে গণপরিবহন চালু করার দাবি জানান। সেই সাথে করোনাকালে প্রতিজন শ্রমিককে ১০ টাকা কেজি দরে চাল বরাদ্দ দেয়াসহ ঈদ ভাতা দেয়ার আহবান জানান বক্তারা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com