চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন; শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আঃ খালেক, সাবেক সভাপতি সাইদুর রহমান,সহ- সম্পাদক হুমায়ন কবির,সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম শ্যামল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন; অবিলম্বে স্বাস্হ্যবিধী মেনে গণপরিবহন চালু করার দাবি জানান। সেই সাথে করোনাকালে প্রতিজন শ্রমিককে ১০ টাকা কেজি দরে চাল বরাদ্দ দেয়াসহ ঈদ ভাতা দেয়ার আহবান জানান বক্তারা।
