May 3, 2021

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৭৩ জনকে সুস্থ ঘোষণা


চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ৭৩ জন রোগিকে সূস্থ ঘোষণা করা হয়েছে। এ সংবাদটি নিশ্চিত করেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। গতকাল তাদেরকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, সুস্থ ঘোষিতদের মধ্যে সদরের ৬৪, শিবগঞ্জের ৮ ও নাচোল উপজেলার একজন রয়েছেন। ফলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সদরে ৩৮, শিবগেঞ্জ ২০, গোমস্তাপুরে ৭ ও ভোলাহাটে ৭ জন। এখন জেলায় জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সদরে ৩৮, শিবগেঞ্জ ২০, গোমস্তাপুরে ৭ ও ভোলাহাটে ৭ জন। শুধু মাত্র নাচোল উপজেলায় এখন করোনা রোগিশুণ্য। 

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৭৬ জন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮৮৯ জন। মারা গেছেন ১৮ জন। জেলায় এ পর্যন্ত ৭ হাজার ৮৩৭ জনের নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসে নি ১৫৯ টি নমূণার। গতকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৬ হাজার ৩৮৯ জন। এ পর্যন্ত জেলায় টীকার জন্য নিবন্ধন করেছেন ৬০ হাজার ৬৬৮ জন। সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত ৮৬ হাজার ৫শ’ ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। এর মধ্যে মজুদ রয়েছে ১৩ হাজার ১৪০ ডোজ।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com