Apr 29, 2021

চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূ চিকিৎসা করতে নিখোঁজ


চাঁপাইনবাবগঞ্জের এক গৃহবধূ তার খালা শশুর বাড়িতে চিকিৎসা করতে গিয়ে নিজ বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছে। ওই গৃহবধূ জেলার গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের শ্রী সুরেন্দ্র'র মেয়ে মাইনো এক্কা (২৮)। এ বিষয়ে তার বাবা শ্রী সুরেন্দ্র গতকাল বুধবার (২৮ এপ্রিল) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নম্বর- ৯৮৬।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সকালে চিকিৎসার জন্য নওগাঁ জেলার পৌরশা থানার নিতপুর এলাকায় তার খালা শাশুড়ীর বাড়িতে যায় মাইনো এক্কা। পরে গত সোমবার ২৬ এপ্রিল সকাল ৯টার দিকে খোঁজ নেয়ার জন্য ফোন দিলে মাইনো এক্কার খালা শাশুড়ী জানান, মাইনো এক্কা গত ২৫ এপ্রিল বিকেলে বাসার উদ্দেশ্যে চলে গেছে। কিন্তু সংবাদ লিখা পর্যন্ত বাড়িতে ফিরেনি।

নিখোঁজ মাইনো এক্কার বাবা শ্রী সুরেন্দ্র জানান, মেয়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর হতে মেয়ের শশুর বাড়ি ও বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়েও তার কোন সন্ধান মেলেনি। মাইনো এক্কা তার খালা শাশুড়ীর বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে ছিলো বেগুনী রংয়ের জামা-পায়জামা।

তার বাবা আরোও জানান, ৫ ফুট ০৪ ইঞ্চি উচ্চতার মাইনো এক্কার গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, নাক চ্যাপ্টা ও স্বাস্থ্য মাঝারি ধরনের। কেউ দেখতে পেলে বা খোঁজ জানতে পারলে গোমস্তাপুর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন মাইনো এক্কার বাবা শ্রী সুরেন্দ্র।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com