রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার দিবাগত ভোর রাতে মুসলিম সম্ভ্রান্তের লোকেরা রোজার জন্য সেহরী খাবে। এ উপলক্ষে যার সামর্থ্যনুযায়ী মুরগীর দোকানে গিয়ে মুরগি কিনছেন ক্রেতারা। মঙ্গলবার রহনপুর,গোমস্তাপুর,মল্লিকপুর বাজার,খলসী,বালিয়াডাঙ্গা আর নিউ মার্কেটের মুগরী বাজারে এ ভীড় দেখা গেছে।
গোমস্তাপুরের আঃ মজিদ। তিনি মুরগী বিক্রেতা। সে খুচরা মূল্যে মুরগী বিক্রি করেন। তারসাথে আলাপনায় জানা যায়; ব্রয়লার মুরগি ১৩০-১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১৫৫-১৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে ৩৫ টাকা কমে সোনালী মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৩৫ টাকা। দেশি মুরগি কেজি প্রতি ৪২০-৪৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লেয়ার মুরগি গত সপ্তাহ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গতকাল সোমবার জেলায় নায্য মূল্যে মাংস বিক্রির জন্য ভ্রাম্যমাণ বাজার উদ্বোধন করা হয়েছে। নায্য মূল্য দরে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা। ব্রয়লার মুরগির ১১৫ টাকা কেজি।
এক ব্রয়লার মুরগি ক্রেতা আঃ রশিদ জানান; দিন আনি দিন খাই,বেশি টাকা নাই তো তাই ব্রয়লার কিনেছি। ভোর রাতে রোজা ধরবো; একটু মাংস দিয়ে সবাই খেবো সেহরি, ভালোলাগবে।
