চাঁপাইনবাবগঞ্জে একতা সার্ভে সমিতির কাউন্সিল-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকালে এ সমিতির আত্মপ্রকাশ ঘটে। কাউন্সিলে বিভিন্ন জোন থেকে আগত কাউন্সিলরদের উপস্থিতিতে কণ্ঠভোটে সভাপতি হিসেবে মো. আলেক উদ্দীন দেওয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আবু সালেক নির্বাচিত হন।
কাউন্সিলে সভাপতিত্ব করেন মো. আজহার আলি, সভা পরিচালনা করেন আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ । নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সুশীল সমাজের আলহাজ্ব মোঃ একরামুল হক সাবেক কাউন্সিলর মো. আকবর আলি ও মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান।
অন্যদিকে; এ.এন.এম শরিফুল ইসলাম সহসভাপতি, আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক, মাহাবুব আলম রুবেল কোষাধ্যক্ষ, আব্দুল রাকিব সাংগঠনিক সম্পাদক, মোস্তফা কামাল ও আব্দুল্লাহ আইন বিষয়ক সম্পাদক, আব্দুল সাত্তার সোহেল প্রচার সম্পাদক, নাইমুল হক,মুনসুর আলি, শহীদুল্লাহ আনসারী জারজীস আলি নির্বাহী সদস্য। উপদেষ্টা মন্ডলীর সদস্য আজহার আলি, সাজ্জাদ আলি, হাসান আলী ও সাইদুর রহমান নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সংগঠনের বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরেন।
