চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে এক গরুর রাখালের মৃত্যু হয়েছে।
সে গোবরাতলা ইউনিয়নের দিয়াড়
ধাইনগর এলাকার জালাল হোসেনের ছেলে কামাল হোসেন (২৩)। গতকাল রোববার (২৬
ফেব্রুয়ারি) বিকালে দিড়ার ধাইনগর এলাকার বহমান মহানন্দা নদীর ধারে এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়; বিকালে ওই রাখাল নদীর ধারে গরু চড়াছিলো। হাঠাৎ বজ্রপাত ভূগর্ভে পতিত হওয়ায় সে গুরতর অসুস্থ হয়। তারা আরোও জানান; স্থানীয় বাসিন্দা আবু সালেহ নামের এক ব্যক্তি তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন। তিনি জানান; আমি ঘটনাটি শুনেছি। তবে লাশ হাসপাতালের মর্গে আছে।
