Apr 10, 2021

দ্বিতীয় দফার আসলো ৩৩ হাজার ডোজ ভ্যাকসিন


চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফার জন্য ৩৩ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ শনিবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী। তিনি আমার চাঁপাইকে জানান; গতকাল শুক্রবার (৯' এপ্রিল) ২য় দফার জন্য ৩৩ হাজার ডোজ করোনার ভ্যাকসিন এসেছে। ৩৩ হাজার ডোজ ভ্যাকসিন মোট ৩ লাখ ৩০ হাজার জনকে দেয়া যাবে। প্রতি ডোজে ১০জন করে ভ্যাকসিন দেয়া যাবে। 

তিনি আরোও জানান; এ নিয়ে জেলায় মোট ৮৬ হাজার ৫০০ ডোজ ভ্যাকসিন এসে পৌঁচেছে। সিভিল সার্জন জানান; গত বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৮ হাজার ৮৬১ জন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিবন্ধন করেছে ৫৯হাজার ১৭৯ জন। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৮৭২ জন। চিকিৎসাধীন আছে ৪২ জন। সুস্থ হয়েছে ৮১৬ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com