চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বন্ধ থাকা করোনা ইউনিটটি রোগির জন্য ফের প্রস্তুত হয়েছে। ২টি হাইফ্লো ন্যাজ্যাল ক্যানোলা, ১২টি অক্সিজেন কনসেট্রেটর,সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, পালস অক্সিমিটার ও অনান্য যন্ত্রপাতি ও ঔষধ সমৃদ্ধ পৃথক অবজারভেশন ইউনিটসহ ২০ শয্যার ইউনিটটি পরিচালনায় অর্থ বরাদ্দের আশ্বাস পাওয়া গেছে।
এখন থেকে হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিটে রোগি ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী শনিবার (১০’এপ্রিল)সকালে জানান ।গত বছর এই ইউনিটটি জেলায় করোনা চিকিৎসায় ব্যপক ভূমিকা রাখে। পরে রোগি কমে এলে ব্যয়বহুল ইউনিটটি বন্ধ রাখা হয়।
এ দিকে জেলায় নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯)
আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের ৭ জন সদর ও ১ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ
ল্যাব থেকে আসা ২৭ জনের নমূণা ফলাফলে ওই ৮ জন শনাক্ত হন বলে জানান সিভিল সার্জন ।তিনি
আরও জানান,এনিয়ে জেলায় ৮৭২ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন
১৪ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৪২ জন।
এদের ৩৯ জন সদর, ২ জন শিবগঞ্জ ও ১ জন নাচোল উপজেলার বাসিন্দা। জেলার গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা এখন রোগিশূণ্য। তিনি আরও জানান, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৯৫ জনের নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসে নি ৮২ টি নমূণার।
তিনি বলেন,জেলায় গত বৃহস্পতিবার পর্যন্ত প্রথম দফা
ভ্যাকসিন নিয়েছেন ৪৮,৮৬১ জন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিবন্ধন করেছেন ৫৯ হাজার ১৭৯
জন। জেলায় এ পর্যন্ত ৫৩ হাজার ৫শত ডোজ ভ্যাকসিন এসে পোঁচেছে। শুক্রবার(৯’এপ্রিল) দ্বিতীয়
দফার জন্য আরও ৩৩ হাজার ডোজ আসার কথা রয়েছে।
