চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে এক যুবকের ডান হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দূর্বত্তরা।বর্তমানে রামেকে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক।আহত যুবক উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের হযরত আলীর ছেলে আঃ আজিজ (৩২)।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দিবাগত রাতে
আজিজ তার নিজ ঘরে শুয়ে ঘুমোচ্ছিলো। গভীর রাতের কোন এক সময় কেউ মূখোশপরে ঘরে ঢুকে তাঁর
ডান হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায়।হঠাৎ ঘুম ভাঙলে হাত ও পায়ের ব্যাথা অনুভব করে।কাটা
অংশ থেকে রক্ত দেখতে পেয়ে চিৎকার করে উঠেআঃ আজিজ।ওই স্থান দিয়ে অনবরত রক্তক্ষরণ হতে
থাকে।তাৎক্ষনিক পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত আঃ আজিজ মুঠোফোনে বলেন, আমার এলাকার
কারো সাথে তেমন কোন ঝামেলা নাই। বর্তমানে আমার বউ আগে প্রবাসির আলমগীর হোসেনের বউ ছিলো।
সে বিদেশে থাকায় তার স্ত্রী তাকে তালাক দিয়ে আমায় বিয়ে করেন। কিন্তু আলমগীর এটা মেনে
নিতে পারেনি।ওই বিয়ের জের ধরে আমাকে বিভিন্ন সময় হাত-পা কেটে নিয়ে বলে হুমকি দিয়ে আসছিলো
দেশ ও বিদেশ থেকে। আলমগীরের চাচাতো ভাইসাইফুদ্দিনের ছেলে বকুল। তাকে বেশ কিছুদিন থেকে
আমাদের বাড়ির এলাকায় দেখতে পেয়েছিলাম।আমি সন্দেহ করছি যে, আলমগীরের কথায় বকুল এই ঘটনাটি
ঘটিয়েছে।আঃ আজিজের এর স্ত্রী শিরিন শিলাও বকুল কেও সন্দেহ করেন বলে জানান।আজিজ জানান,
এ ঘটনায় মামলার করার জন্য আমার মা ও বাবা থানায় গেছে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন।ঘটনাটির সত্যতা
নিশ্চিত করে তিনি জানান; এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। আমার জরুরী মিটিং
থাকায় আমি এখন বাইরে।কেউ অভিযোগ দেয় তাহলে; এ মর্মে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
