Apr 28, 2021

চাঁপাইনবাবগঞ্জে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা



ভোক্তা অধিকারের জরিমানা।

চাঁপাইনবাবগঞ্জ সদরে তিন তরমুজ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে জেলা রেলস্টেশন বাগান ও নিউ মার্কেট এরিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ক্যাশ মেমো দেখাতে না পারা এবং মুল্য তালিকা প্রদর্শন না করায় রেলস্টেশন বাগানের মেসার্স মা মনষা ফলঘরকে ২ হাজার টাকা, মারিয়া ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং সাটু হল মার্কেটের সামনে তরমুজ বিক্রেতা জাহাঙ্গীর আলমকে ১ হাজার টাকা মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলীসহ সদর মডেল থানার পুলিশ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারণে হঠাৎ করে তরমুজের দাম বৃদ্ধি হওয়ায়, মুল্য স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ক্রয় মেমো ও মুল্য তালিকা প্রদর্শন না করায় তিন তরমুজ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com