চাঁপাইনবাবগঞ্জে ফের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ০৮ জন। সোমবার রাতে আমার চাঁপাইকে খবর দেন স্বাস্থ্যবিভাগ।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল
সার্জন জাহিদ নজরুল চৌধুরী। তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা
ল্যাব পাঠানো ১৬ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। এরা সবাই
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
এদের মধ্যে ৩ জন নারী,৫ জন পুরুষ। আক্রান্তদের চিকিৎসার জন্য
স্বাস্থ্যবিভাগ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
করোনার সংক্রমণ সারাদেশেই বৃদ্ধি পেয়েছে। আজ থেকে লকডাউন শুরু হয়েছে। তাই সবার প্রতি অনুরোধ এ সময় নিজের ও অপরের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। জেলায় মোট করোনায় আক্রান্ত ৮৬১ জন। মোট মৃত রোগীর ১৪ জন। চিকিৎসাধীন রয়েছে ৩৮ জন।
