চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৪৭ টি ভারতীয় চোরাই মোবাইল ফোন
জব্দ করেছে । গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন
দোকানে এ অভিযান চালায় টাস্কফোর্স। ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার মার্কেটের বিভিন্ন দোকানে শিবগঞ্জ উপজেলার নির্বাহী
অফিসার শাকিব আল রাব্বি ও ৫৯ বিজিবি’র সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের
নেতৃত্বে বিজিবি এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযান চালায়।
এসময় মোবাইলের দোকান হতে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ৪৭ টি চোরাই মোবাইল
জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ্য ৪০ হাজার টাকা । জব্দকৃত মোবাইল ফোনগুলো
মাদকদ্রব্যের সাথে ধ্বংস করা হবে।
