Apr 14, 2021

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী অনুষ্ঠান


করোনা সংক্রোমণ রোধে স্বাস্হ্যবিধী মেনে চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।গতকাল জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠান পালন করা হয়। আজ পহেলা বৈশাখ (১৪২৮) উপলক্ষে তাদের নিজস্ব ফেসবুক আইডিতে ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে।

ভিডিও ও স্থির চিত্রতে দেখানো হয় সংগীত  শিল্পিরা বৈশাখী গান গেয়ে বৈশাখ মাসকে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া গানে গানে বাংঙ্গালীদের ঐতিহ্যের কথা বলাও হয়েছে। সংগীত শিল্পিরা হলেন; অর্পিতা সরকার রিয়া,হুমায়রা হিয়া,অথই,অনুরাধা বর্মণ,সুস্মিতা আচার্য,আশা রায়,সরস্বতী ও রাশি। এছাড়াও নৃত্য শিল্পি ছিলেন; আবু সাঈদ,মুরাদ পারভীন,সিফত,শামীম আহম্মেদ।

বৈশাখী অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়ক ছিলেন; জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। ও সহকারী পরিচালক ছিলেন; নূর ইসলাম।

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com