Apr 26, 2021

চাঁপাইনবাবগঞ্জে আকাশে মেঘের গর্জনঃ হঠাৎ ধুলি ঝড়




আকাশে উঠেছে মেঘ। মেঘের গর্জনও ডাকছে।
চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ ধুলি ঝড় হয়েছে। রবিবার সাড়ে ৪ টায় বিশ্বরোড মোড়ে এ ধুলি ঝড় হতে দেখা যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশের অবস্থা ভালো ছিলো। হঠাৎ বেলা গড়াতে না গড়াতেই আকাশটা কালো মেঘে ঢেকে যেতে দেখা যায়। সুত্র হতে জানা যায়; বিশ্বরোড,শান্তিমোড়,শিবতলা,লাহারপুর,মহারাজপুর,বালিয়াডাঙ্গা,চরঅনুপনগর,শিবগঞ্জ পৌরসভার কিছু এলাকায় এ ঝড় হতে দেখা যায়।


বিশ্বরোড এলাকার দোকানদার শওকত আলী। তিনি জানান; যখন ধুলি ঝড় হতে শুরু করে। আশপাশে পড়ে থাকা পলেথিন,কাগজ,বাতাসের সাথে উঠে অবস্থা অস্বাভাবিক হয়ে উঠে। জন জীবন চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে।

রফিকুল আলম একজন ব্যঙ্কার। সে জানান, আমি দুপুর বেলা অফিস থেকে বাহির হয়। হঠাৎ ধুলিঝড়ের প্রবলে তাকে রিক্সা থেকে নামতে বাধ্য হয়।

আম চাষি সাইদুল ইসলাম। তিনি জানান; এ ঝড় কিন্তু আমের জন্য অনেক ক্ষতিকর। মুকুল ফুটে আমার গুটি বের হলেও বৃষ্টি হয়নি। এতে করে আমের গুটির গোড়ার শক্ত হয়নি। এঝড়ে অনেক মুকুল ও আমের গুটি পড়ে থাকতে দেখা যায়। এ ঝড় শেষে যদি হালকা বৃষ্টি হয়। তাহলে আমের জন্য উপকারী।

সুত্র হতে জানা যায়; ধুলি ঝড়। আর অনেক বেগে বাতাস হলেও ভ্যাঁপসা গরম ছিলো। আজকের দিনে জেলার তাপমাত্রা ছিলো সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com