পূণরায় কার্যক্রম শুরু করা জেলার ডেডিকেটেড করোনা হাসপাতালে (সদর হাসপাতালের নতুন ভবনে স্থাপিত করেনা ইউনিট) ৬ জন রোগি ভর্তি হয়েছেন। এদের মধ্যে শুধু গতকাল বৃহস্পতিবারই সন্ধ্যা পর্যন্ত ৩ জন ভর্তি হয়েছেন। জেলার করোনা ইউনিটটি ২০ শয্যার। এর সাথে রয়েছে ১০ শয্যার একটি অবজারভেশন ইউনিট। এ সংবাদটি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী।
জেলায় নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে
শনাক্ত হয়েছেন। এদের ১৭ জন সদর, ৪ জন শিবগঞ্জ ও ৩ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা। গত বুধবার (১৪’এপ্রিল) রাতে ৪১
ও বৃহস্পতিবার(১৫’এপ্রিল) সন্ধ্যায় ৪৭ সহ রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে দুদিনে আসা
মোট ৮৯ জনের নমূণা ফলাফলে ওই ২৪ জন শনাক্ত হন বলে জানান সিভিল সার্জন ।
এনিয়ে জেলায় ৯০০ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। মারা
গেছেন ১৪ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৭০ জন। এদের ৫৬ জন সদর, ১০ জন শিবগঞ্জ,৩ জন
ভোলাহাট ও ১ জন নাচোল উপজেলার বাসিন্দা। জেলার
গোমস্তাপুর উপজেলা এখন রোগিশূণ্য। তিনি আরও জানান, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৪৩৮
জনের নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসে নি ৩৪ টি নমূণার।
