চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল শুক্রবার ও আজ শনিবার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাসুদ রানা রঞ্জু (৪০), গোলাম
আজম (৪০), সেনাউল (৩৬), রবিউল ইসলাম (৩২)।শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানা রঞ্জু কে
৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয়।
আজম, রবিউল ইসলাম ও সেনাউল কে ভ্রাম্যমাণ
আদালতের বিচারক প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের
নির্দেশ দেন।এ দিকে মাসুদ রানা রঞ্জু প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করছিলো। তার
নামে মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রায়হান আহমেদ খান।তিনি জানান,জেলার বিভিন্ন
স্থানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে হাতেনাতে ৪ জনকে আটক করা হয় ।প্রাথমিক
জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজের দোষ স্বীকার করেছে।আসামি মাসুদ রানা রঞ্জুকে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আর বাকিদের বিভিন্ন মেয়াদে
কারাদন্ড প্রদান করা হয়।
