চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতিতে অভিযান চালিয়ে ৭ জন ঠিকাদার, ১ জন সরকারী কর্মচারীসহ মোট ১১ জন জুয়ারীকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে জেলা ঠিকাদার সমিতির নিচতলায় অভিযান চলিয়ে গ্রেফতার করে র্যাব-৫। শনিবার ভোর রাতে দেয়া র্যাবের এক প্রেস নোটে এ সংবাদ নিশ্চিত করে র্যাব-৫।
আটককৃতদের মধ্যে ঠিকাদার যারা- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে তোফাজ্জল (৫৫), আরামবাগ এলাকার হাজি শওকত হোসেনের ছেলে শাহিন আক্তার (৫২), হুজরাপুর এলাকার মৃত আজহারুল আলম নিয়ামুল হক (৫০),নবুওয়াত হোসেনের ছেলে ও শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের সভাপতি রুহুল আমিন (৫০) , আলি নগর এলাকার আসোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩৬), ও তার সহোদর আঃ করিম (৪৫),আলী নগর এলাকার আশরাফুল ইসলামের ছেলে রবিউল আলম (৫০)।
সরকারী কর্মচারী যে- চাঁপাইনবাবগঞ্জ সড়ক উপ-বিভাগের কার্য্যসহকারী পদে কর্মরত সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নেছ মোহম্মদের ছেলে তাহির হোসেন (৫৩)।
ঠিকাদারদের সহকারী যারা- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মৃত সোহরাব আলীর ছেলে ইদ্রিস আলী (৪১), নাখরাজ পাড়া এলাকার মৃত আঃ সালমের ছেলে রবিউল আলম (৩৮), একই এলাকার মৃত আঃ হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৪২)।
জব্দকৃত মালামাল- এ সময় তাদের ২ টি খেলার কার্ড, ১০ টি মোবাইল সেটসহ সিমকার্ড, একটি ৪৩ ইঞ্চি টেলিভিশন, নগদ ৮৩ হাজার ৫৫টাকা।
প্রেস নোটে র্যাব-৫ যা লিখেছে- ওরা ১১ জন টেলিভিশন সামনে রেখে চলমান আইপিএল খেলা নিয়ে নগদ টাকা দিয়ে বাজি ধরেছিলো। এ সময় আসর বসিয়েও টাকার বিনিময়ে জুয়াও খেলছিলো। এমতাবস্থায় র্যাব-৫ এর একটি অভিযানিক দল,অভিযান চালায়। জুয়া খেলারত অবস্থায় ১১ জনকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ আরোও জানায়; চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪৯।
