Apr 15, 2021

চাঁপাইনবাবগঞ্জে কথিত সোর্স মাদক দ্রব্যসহ গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জের পুলিশের স্বঘোষিত সোর্স হিরোইন ও ইয়াবা সহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন ব্রীজ থেকে গ্রেফতার হয়েছে।বৃহষ্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতারকৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার হাজার বিঘা উত্তর চাঁদপুর গ্রামের মেসের আলীর ছেলে মোঃ শাহরিয়ার কামাল ডালিম (৪৮)।

বৃহষ্পতিবার ( ১৫ এপ্রিল ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি তে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলার নতুন ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার মাদক চোরাকারবারী শাহরিয়ার কামাল ডালিম কে ২.২২৮ কেজি হেরোইন এবং ৩৭৪ পিস ইয়াবাসহ আটক করে। যার মূল্য ৪৫ লক্ষ ৬৮ হাজার ২শ টাকা। বিজিবি আরও জানায় গ্রেফতারকৃত ব্যক্তি নারী ব্যবসা, রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ও বিভিন্ন সরকারী গুরুত্বপূর্ন তথ্য আদান প্রদান কাজে জড়িত।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টি নিশ্চিত করে আরও জানান এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com