Apr 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে চেকপোস্টে কড়াকড়ি, সড়কে বেড়েছে গাড়ির চাপ


চাঁপাইনবাবগঞ্জ - সোনামসজিদ রোডে ছবিটি তোলা। চিত্র- ১

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনের ৫ম দিন রোববার (১৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের সংখ্যা ছিল শুক্র ও শনিবারের তুলনায় বেশি ছিলো।
চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোডে ছবিটি তোলা। চিত্র- ২।

জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের অহেতুক বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে কাজ করছে পুলিশ।

শান্তি মোড়ের চেকপোস্টো যাত্রী পথচারীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। এসময় ওই পথচারী সঠিক কারন দেখাতে না পারলে, তাকে বাড়ি ফিরে যেতে বলা হয়।

বারোঘরিয়িার দায়িত্বরত পুলিশ সদস্য জানান, সড়কে গাড়ির চাপ থাকায় পুলিশ চেকপোস্টের সংখ্যা বেড়েছে। চিকিৎসার উদ্দেশ্যে ও জরুরি সেবা নিতে যাওয়া যাত্রীর সংখ্যা বেশি। তবে উপযুক্ত কাগজপত্র দেখালে যেতে দেয়া হচ্ছে।


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে ছবিটি তোলা। চিত্র-৩

এ দিকে প্রধান সড়কে কড়াকড়ি থাকলেও অলি-গলিতে অনবরত চলাফেরা করছেন সাধারণ মানুষ। খোলা আছে সব ধরনের দোকান, চলছে বারোয়ারি গাড়ি। বিভিন্ন এলাকায় জমে উঠেছে অস্থায়ী ভ্যানবাজার। বেশকিছু মহল্লায় বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হলেও মানছেন না জনসাধারণ।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে ছবিটি তোলা। চিত্র-৪


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com