চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টটপুরে পুকুরে ডুবে খাদিজাতুল কোবরা (৮) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তার ডাক নাম শান্তা। সে ঐ এলাকার সোহেল রানার মেয়ে।
খোঁজ নিয়ে জানা যায়; রোববার বিকাল ৩টায় স্হানীয় শান্তিমোড়ের ডোমেইন সিং নামক পুকুরে গোসল করতে যায়। অসচেতন হয়ে ভেসে পুকুরের গভীর জায়গায় চলে যায়। সে সাতার না জানার কারনে ডুবে যায়।
সদর থানার ওসি মোজাফফর হোসেন। তিনি জানান; সাতার না জানার কারণে ঐ কন্যা শিশু পানিতে ডুবে যায়। এবং সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ বাড়িতে আছে। পানিতে ডুবে যাওয়া মরদেহের ময়নাতদন্ত করা হয়না।
