চাঁপাইনবাবগঞ্জে
বেড়েছে খেজুরের দাম। তবে ব্যবসায়ীরা বলছে রমজানকে ঘিরে দাম বেড়েছে খেজুরের মূল্য।
শনিবার (১০ এপ্রিল) জেলার বিভিন্ন বাজার ঘুরে
খেজুরের দামের কথা জানা যায়।
রোজার আর মাত্র চার দিন বাকি।
খেজুরের সবচেয়ে বেশি চাহিদা বাড়ে রোজায়। আর চাহিদার চাপ
বুঝে প্রায় সব ধরনের খেজুরের দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে সাধারণ
মানের খেজুর বিক্রি হয়েছিল ১২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। আর এখন বিক্রি হচ্ছে ১৫০
থেকে ৩৫০ টাকায়। সবচেয়ে বেশি দামি খেজুর মার্জেল, এর কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩০০-১৩২০
টাকা।
বিক্রেতারা জানান, বাজারের সবচেয়ে কম দামের জাহেদি খেজুর কিছুদিন আগেও ১২০-১৩০ টাকা ছিল। এখন তার কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। এছাড়া ধাবাস খেজুরও ২০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ২৪০-২৫০ টাকায়। লুলু ২৫০-২৬০ টাকা, আজওয়া ৫০০ টাকা কেজি, মরিয়ম ৬৫০ টাকা কেজি, মাসরুপ ৫০০-৫২০ টাকা, সাফিদ ৪৫৯-৪৬৫ টাকা কেজি, নাগাল ২০০-২৩০ টাকা কেজি,শায়ের ৪০০-৪২০ টাকা কেজি।
বিশ্বরোডের এক খেজুর বিক্রেতা বলেন, পাইকারি বাজারে দাম বেড়েছে। বছর জুড়ে খেজুর বিক্রি কম হলেও রোজায় কয়েকগুণ বেশি বিক্রি হয়। রোজার আগে চাহিদা বাড়ার কারণে দামও কিছুটা বেড়েছে।
