চাঁপাইনবাবগঞ্জের নামো- শংকরবাটিতে পূর্বের শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবকের হত্যার অভিযোগ উঠেছে। সে ঐ এলাকার ঝাপাই পাড়া গ্রামের মেসবাউল হকের ছেলে হ্নদয় হাসান (২৫)। শনিবার (১০ এপ্রিল) সন্ধায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে যায়; হ্নদয় সন্ধায় তার নিজস্ব ফার্মেসীর দোকানে বসে ছিলো। হঠাৎ করে একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুমন (২৪) নামের এক যুবক তার ( হ্নদয়ের) পেটে ছুরি দিয়ে আঘাত করে। স্হানীয় লোকজন তাকে (হ্নদয়কে) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক হ্নদয়কে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মোযাফফর হোসেন। তিনি জানান; গত আড়াই মাস আগে স্লেজিং (অভিধানে স্লেজিংয়ের সংজ্ঞাটি হল স্ল্যাডগেটো স্লিয়েডিং এ তুষার জুড়ে ভ্রমণের কার্যকলাপ। স্লেজিংয়ের আরেকটি সংজ্ঞা তার ঘনত্বকে বিরক্ত করার জন্য একটি প্রতিপক্ষ ব্যাটসম্যানকে অপমান করে) করা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। এবং সেটি মিমাংসাও হয়। সে সুত্র ধরে আজকে হ্নদয়কে ছুরিকাঘাত করে সুমন। সুমন পলাতক আছে। হৃদয়ের মরদেহটি সদর হাসপাতালে রাখা হয়েছে।
