Apr 27, 2021

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ দিবে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা


“করোনা মহামারী মোকাবেলায় গত বছরের মত এবারও জেলা ছাত্রলীগের কমিটিতে থাকা চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে টেলিমেডিসিন টিম গঠণ করা হয়েছে যেই টিম ২৪ ঘন্টা জেলার মানুষদেরকে মোবাইলে চিকিৎসা সেবা ও করোনা মোকাবেলায় পরামর্শ প্রদান করবে।”এ সংবাদটি নিশ্চিত করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও টেলিমেডিসিন টিমের প্রধান সমন্বয়ক ডা. সাইফ জামান আনন্দ।

কোভিড -১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ ২৫ এপ্রিল জরুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিন-রাত ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা চালু করেছে। ঘরে বসেই রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়ার কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের টেলিমেডিসিন টিম। 


প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন জন সেবা দিবেন। ডাঃ তৌহিদুল ইসলাম সুজন ০১৭২৫৬৬৯৪৩৩, মনিষা জামান মিম ০১৭৮০৭৯২১০৭, আতিকা মাইশা শিমু ০১৭৭০৮৭৯৩৮০ এ নাম্বারে তারা সেবা প্রদান করবে।

প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১২টা পর্যন্ত দুজন সেবা দিবেন।ডাঃ ওয়াহিদা আনসারি ০১৭১০৮৭৪১৭৪, আনিকা তাসিন পিংকি ০১৭১০০১৩০৬৯ এ নাম্বারে তারা সেবা প্রদান করবে।

প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুজন সেবা দিবেন।আল ফয়সাল ইমন ০১৭৩১৪১১৮৩৩,আইয়ুব আলী ০১৭৭৬৮৮১৭৪১ এ নাম্বারে তারা সেবা প্রদান করবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com