Showing posts with label লাইফস্টাইল. Show all posts
Showing posts with label লাইফস্টাইল. Show all posts

Mar 15, 2022

তবুও সুখী মর্জিনা খালা

তবুও সুখী মর্জিনা খালা





ষাটোর্ধ্ব একজন মর্জিমা খালা। রেল স্টেশনের বস্তির বাসিন্দা তিনি। রেলস্টেশন পাড়াতে বসায় ঝালের আসর। ঝালের সাথে থাকে কালাইয়ের রুটি। দূর-দুরান্ত থেকে ঝালের সাথে কালাইয়ের রুটি খেতে আসেন অনেক জন।

একদিন রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে রুটি বানাতে দেখা যায়। গাছ তলায় দুটো বেঞ্চে বসে ছিল কয়েকজন ঝাল প্রেমি মানুষ। মানুষগুলোও বেশ মচমচ করে খাচ্ছিল কালাইয়ের রুটি আর লবণ ও মরিচ বাটার ঝাল।

তীব্র শীতের রাতে রুটি বানানোর কারণ জানতে চাইলে মর্জিনা খালা বলেন, প্রায় ২০ বছর পূর্বে  স্বামী তোসলিম হোসেনকে হারাই। পরে আর্থিক সঙ্কটে ভুগছিলাম। বাড়িতে কামাই করার মতোন আর কেউ নাই। তখন রাতে রুটি বানাই। আর বিক্রি করি। এখান থেকে যা টাকা আয় হয়। এ টাকা দিয়েই সংসার চালাই। 

বাড়িতে ছেলে মেয়ে আছে কিনা জানতে চাইলে মর্জিনা খালা প্রশ্নোত্তরে বলেন,  দুই ছেলে আর এক মেয়ে আছে আমার। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ায় শুশুর বাড়িতে থাকে। আর দুটা ছেলের মধ্যে বড় ছেলে সালেক প্রতিবন্ধী। আর ছোট ছেলে রাজু বেকার বললেই চলে। আমার ছোট ছেলেটা কখন রিক্সা চালায়, কখনও বারো ভাজা, বাদাম বিক্রি করে। কিন্তু তার এখন আর বেচা বিক্রি নাই। সব মিলিয়ে আমাকেই সংসার চালাতে হয়। ছোট ছেলে ব্যবসার জন্য কিস্তি তুলেছিলো। ওর এখন বেচা বিক্রি না থাকায় রুটি বেচেই তার কিস্তির টাকা শোধ করি।

মর্জিনা খালা আরও বলেন, আমরা গরিব মানুষ। ফুটপাতে দুটা রুটি বেচেই খাই। যেখানে এখন বাস করছি জামিটা রেলের। হয়তো সেখানকার বাড়িগুলো রেলের লোকজন উঠিয়ে দিবে। কিন্তু থাকার জায়গা তো নাই। কোথায় যাবো, কোথায় থাকবো। এ ভেবেই দিন পার করছি। আশপাশে কোন সরকারি ঘর পেলে সেখানে উঠবো। আর এখানে এসে রুটি বিক্রি করবো। তাহলে সংসারটা চালাতে পারবো।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ফাইজুর রহমান মানি। তিনি একটি রুটি খেয়ে খালাকে আরেকটি রুটির অর্ডার দেন। খালার বানানো রুটি খেতে কেমন জানতে চাইলে তিনি বলেন, অবসর পেলেই এখানে রুটি খেতে আসি। রুটির দাম ২০ টাকা হলেও স্বাদটা অনেক। বিশেষ করে লবণ আর মরিচ বেটে তিনি যে ঝালটা বানান তা কিন্তু বেশ স্বাদের। 

ওহেদুজ্জামান নামের একজন জানান, জেলা শহরের মধ্যে সব জায়গার কালাইয়ের রুটির স্বাদ নেয়া আছে। কিন্তু মর্জিনা খালার বানানো রুটি আর ঝাল বেশ মজাদার। তিনি রাতে রুটি বানান। সারাদিন কাজ শেষ করে প্রায় সম এখানে চলে আসি রুটি আর ঝাল খেতে।

 

May 5, 2021

চাঁপাইনবাবগঞ্জের এক কাঠুরের জীবন যুদ্ধে হার না মানার গল্প

চাঁপাইনবাবগঞ্জের এক কাঠুরের জীবন যুদ্ধে হার না মানার গল্প


চাঁপাইনবাবগঞ্জে বাস করেন ৩০ বছর থেকে বৃদ্ধ মো. মশিরউদ্দি।বয়স প্রায় ৭৫ বছর ।জন্ম তার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।নদীভাঙ্গনের কবলে পড়ে এ জেলায় এসে বাস করছেন।এখন ভাড়া থাকেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরে।

কথা হচ্ছিলো বৃদ্ধ মশিরউদ্দিনের সাথে।জানালেন তিনি তার জীবনের গল্প।তিনি বলেন, আমি দীর্ঘদিন ধেরে ভিক্ষা করেছি।ভাবলাম এটা তো ইসলাম সমর্থন করেনা।তাই পরনির্ভরশীল না হয়ে থেকে গত ২৮ বছর থেকে কুড়াল হাতে কাঠ কেটে সংসার চালাচ্ছি।এ জায়গায় ৩০ বছর থেকে বসবাস করছি। এ ঠিকানায় জাতীয় পরিচয়পত্র না থাকায় পাইনি কোন সরকারি সাহায্য।দারিদ্রতার কারনে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেনীতে আর ভর্তি হওয়া হয়নি।একদিকে নদী ভাঙ্গন, অন্যদিকে কোন কাজকর্ম না থাকায় বিয়ের পর এক সন্তানকে নিয়ে আরো বিপাকে পড়ে যাই। কোন উপায় না পেয়ে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে চলে আসি চাঁপাইনবাবগঞ্জে।

এখানে এসে সে রকম কোন ভালো কাজ না পেয়ে ৩ মাস অন্যের গরুর পালের রাখাল ছিলাম।যখন তাতেও সংসার চলছিলনা তখন পেয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করেছি। ৯ মাস ভিক্ষা করার পর মাথায় আসে নিজেই আত্মনির্ভরশীল হওয়ার কথা। স্থানীয় এক ব্যবসায়ী আমজাদ আলী ঝড়ুর নিকট শরণাপন্ন হলে তিনি মশিরউদ্দির হাতে একটি কুড়াল তুলে দেন। ওই কাড়ালের উপর ভর করে গত ২৮ বছর ধরে সংসার চলছে।কুড়াল পাওয়ার পর জেলা শহরের ফিটু ও দুরুলের খড়ির আড়ৎ-এ ১ বছর কাজ করি। এরপর নিজেই শুরু করি বাড়ি বাড়ি গিয়ে খড়ি ফাঁড়ার কাজ। এতে এখন দৈনিক ৭০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত পাই।৩ ছেলের মধ্যে এক প্রতিবন্ধী ছেলে ও স্ত্রীকে নিয়ে চলছে আমার সংসার। আলীনগর এলাকার রবিউল ইসলাম মতির বাড়িতে মাসিক ১৫০০ টাকায় ভাড়া থাকে মশিরউদ্দির পরিবার। তিনি আরোও জানালেন, বয়স অনেক হয়েছে, শরীরে কুলায় না। কিন্তু কি আর করার, সংসার চালাতে এই কষ্ট করতেই হচ্ছে। এখান কার আইডি কার্ড নাই, তাই মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সরকারি সহযোগিতা পায়নি।

প্রতিবেশী মরিয়ম বেগম বলেন, দীর্ঘদিন থেকে তারা এখানেই বসবাস করে। খুব কাছ থেকে তাদের দেখে আসছি।কষ্টের মধ্যে দিন যাপন করছে। খেয়ে না খেয়ে দিন যায় তাদের। মেম্বার-চেয়ারম্যানরাও একটু সহযোগিতা করে না। লোকটার নাই একটা বয়স্কভাতা। তার ছেলে প্রতিবন্ধী।তার ছেলের জন্য সে কোন সরকারি সহযোগিতা পায় না। মশিরউদ্দির প্রতি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. এনামুল হক জানান, আমার সাথে যোগাযোগ করলে তার যেকোন একটা ব্যবস্থা করে দিবো।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম জানান, এমন ব্যক্তি এই বয়সে কুড়াল হাতে কাজ করার বিষয়টি অত্যান্ত দুঃখজনক। তবে বৃদ্ধ মশিরউদ্দিকে যেকোন সরকারি সহায়তা নিতে হলে গাইবান্ধা থেকেই নিতে হবে। কারন সেখানকার ঠিকানায় তার জাতীয় পরিচয়পত্র রয়েছে।

Apr 28, 2021

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা আজ

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা আজ

ফাইল ছবি।



চাঁপাইনবাবগঞ্জে স্বস্তির বৃষ্টির জন্য অপেক্ষা করছে জেলা বাসি। আজ সে উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ওই প্রার্থনাকে বলে ইসতেস্কার নামাজ। আজ (২৮ এপ্রিল) সকালে এ নামাজ অনুষ্ঠিত হবে। 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো-শংকরবাটির পাইকোড় তলা মোড়ের পাশ্বের চাতালে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এ সংবাদটি নিশ্চিত করেছেন ওই নামাজের আয়োজক কমিটির সদস্যরা।

হেফজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা গিয়াস উদ্দিন জানান; অনাবৃষ্টি, খরা, ঝাঝালো বাতাসে অতিষ্ঠ মানুষ, প্রাণী গাছ পালা। তাই বৃষ্টির জন্য নামাজ আদায় করা হবে৷ এখানে সকল পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করতে পারবেন।

 

Apr 27, 2021

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ দিবে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ দিবে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা


“করোনা মহামারী মোকাবেলায় গত বছরের মত এবারও জেলা ছাত্রলীগের কমিটিতে থাকা চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে টেলিমেডিসিন টিম গঠণ করা হয়েছে যেই টিম ২৪ ঘন্টা জেলার মানুষদেরকে মোবাইলে চিকিৎসা সেবা ও করোনা মোকাবেলায় পরামর্শ প্রদান করবে।”এ সংবাদটি নিশ্চিত করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও টেলিমেডিসিন টিমের প্রধান সমন্বয়ক ডা. সাইফ জামান আনন্দ।

কোভিড -১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ ২৫ এপ্রিল জরুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিন-রাত ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা চালু করেছে। ঘরে বসেই রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়ার কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের টেলিমেডিসিন টিম। 


প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন জন সেবা দিবেন। ডাঃ তৌহিদুল ইসলাম সুজন ০১৭২৫৬৬৯৪৩৩, মনিষা জামান মিম ০১৭৮০৭৯২১০৭, আতিকা মাইশা শিমু ০১৭৭০৮৭৯৩৮০ এ নাম্বারে তারা সেবা প্রদান করবে।

প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ১২টা পর্যন্ত দুজন সেবা দিবেন।ডাঃ ওয়াহিদা আনসারি ০১৭১০৮৭৪১৭৪, আনিকা তাসিন পিংকি ০১৭১০০১৩০৬৯ এ নাম্বারে তারা সেবা প্রদান করবে।

প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুজন সেবা দিবেন।আল ফয়সাল ইমন ০১৭৩১৪১১৮৩৩,আইয়ুব আলী ০১৭৭৬৮৮১৭৪১ এ নাম্বারে তারা সেবা প্রদান করবে।

 

 

 

Apr 14, 2021

শিবগঞ্জের নতুন কাউন্সিলর আযমের শপথ গ্রহণ

শিবগঞ্জের নতুন কাউন্সিলর আযমের শপথ গ্রহণ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন কাউন্সিলর গোলাম আজম। গতকাল সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।

শপথ বাক্যপাঠ করান বিভাগীয় কমিশনার ড.হুমায়ন কবির। এ সময় উপস্থিত ছিলেন;বিভাগীশ স্হানীয় সরকার বিভাগের পরিচালক জিয়াউল হক, উপ পরিচালক ড. চিত্র লেখা নাজনিন।

উল্লেখ্য; ৩১ মার্চ সকাল থেকে ভোট গ্রহণ চলে। গোলাম আযম উটপাখি প্রতিক নিয়ে ১১০ ভোট বেশি পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দী প্রার্থী খাইরুল আলম জেম পানির বোতল প্রতিক নিয়ে পেয়েছিলেন ১৩১০ ভোট।