চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামো শংকরবাটি এলাকায় ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে এক যুবকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি ঝাপাই পাড়া এলাকার আঃ রাজ্জাকের ছেলে সুমন (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়; পূর্বের ঘটনার জের ধরে শনিবার সন্ধায় ঝাপাইপাড়া এলাকার মেসবাউল হকের ছেলে হ্নদয়কে ছুরিকাঘাত করে আটককৃত যুবক সুজন। স্হানীয়রা তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় হ্নদয়ের মৃত্যু হয়। পুলিশ আরোও জানায়; আটককৃত যুবক সুমনকে জেলার রেলস্টেশন এলাকা থেকে শনিবার দিবাগত রাতে আটক করা হয়। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
