জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার বাদ মোনাজাত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় সকল জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে; সকল ধর্মের লোকেরা নিজ নিজ উপাসনালয়ে সুবিধাজনক সময়ে যেন আলোচনা সভার আয়োজন করতে বলা হয়।
![]() |
| ফাইল ছবি |
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের কোর্ট মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাত করা হয়।মসজিদের উপস্থিত ছিলেন খতিব,ইমাম,মোয়াজ্জেনসহ মুসলিম ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় করোনার প্রকোপ থেকে মুক্তি পেয়ে বিধাতার কাছে প্রার্থনাও করেছেন।
