Mar 19, 2021

চাঁপাইয়ের ৮জন ইউপি সদস্যদের অভিযোগ প্রত্যাহার


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার  গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ ইউপি সদস্যরা প্রত্যাহার করে নিয়েছে । ১৬ মার্চ মঙ্গলবার এই অভিযোগ প্রত্যাহার করে ওই ইউনিয়নের ৮জন ইউপি সদস্য।

অভিযোগকারী ৬নং ওয়ার্ড ইউপি  সদস্য বকুল মিয়া জানান, এটা আমরা ভুল বুঝে করেছি, একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের প্রলোভন দেখিয়ে জামাল উদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করার পরামর্শ দেয়,কিন্তু আমরা আমাদের নিজের ভুল বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহার করলাম এবং সেই প্রত্যাহারের কপিগুলো জেলা প্রশাসক বরাবর ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৬মার্চ জমা দিয়েছি।

এ বিষয়ে জামাল উদ্দিন চেয়ারম্যান জানান, অভিযোগকারী ইউপি সদস্যরা তাদের ভুল বুঝতে পেরেছে। তাই তাদের অভিযোগ তারা প্রত্যাহার করে নিয়েছে। আমি সবসময়ই আমার ইউনিয়নের উন্নয়ন করার চেষ্টা করি সেক্ষেত্রে আমি সকল ইউপি সদস্যদের মতামতের প্রাধান্য বেশি দিয়ে থাকি এবং নিজে কাজ তদারকি করে থাকি।

প্রসঙ্গত, গত ১৮ফেব্রুয়ারি ওই ইউনিয়নের ৮জন  ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com