Mar 26, 2021

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সুচনা করা হয়। ভোর ৬ টায় কালেক্টরেট চত্বরের জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সিভিল সার্জনের কার্যালয়, এলজিইডি অফিস, পানি উন্নয়ন বোর্ড, সড়ক জনপথ বিভাগ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নবাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গণপুর্ত বিভাগ, জেলা আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা জাতীয় মহিলা সংস্থা, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, সদর উপজেলা প্রশাসন, জেলা রেজিস্টার সদর সাব রেজিস্টার অফিস, নামোশংকরবাটি কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধার্ঘ অর্পন করেন।

এ ছাড়াও  সকাল ৮ টায় ডাঃমেসবাউর হক বাচ্চু স্টেডিয়াম (নতুন স্টেডিয়াম) জাতীয় পতাকা উত্তোলন ও কুচ-কাওয়াজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির উজ-জামান।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, ভূমি অফিসারসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা কর্যালয় থেকে  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ ওদুদের নেতৃত্বে ্যালী বের করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু মঞ্চ এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 সময় জেলা,উপজেলা,পৌরশাখার,আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ফুড অফিস মোড়স্হ সদর উপজেলা বিএনপির অফিস থেকে চাঁপাইনবাবগঞ্জ আসনের সাংসদ হারুন আর রশিদ হারুনের নেতৃত্বে প্রায় হাজার মানুষের উপস্থিতে ্যালী বের করে জেলার সরকারী শহিদ মিনার (পৌর পার্ক) পুষ্পমাল্য অর্পণ করেন। সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই দিনে সকাল ১০ টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা পরিবার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা,      বিকালে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা,গত বৃহস্প্রতিবারে (২৫ মার্চ) গ্রীনভিউ স্কুলে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট গোমস্তাপুর উপজেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।

 

 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com