Mar 27, 2021

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন আয়োজনের উদ্বোধন


বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে ‍উত্তরণে বাংলাদেশ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপযাপনকালে  মহান অর্জনকে পালনের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে ২দিনব্যাপী বিশেষ আয়োজনের উদ্বোধন করা হয়েছে। 

 এ উপলক্ষে জেলা প্রশাসনচাঁপাইনবাবগঞ্জের আয়োজনে  শনিবার (২৭ মার্চসকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বরে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড্ডয়ন ও বঙ্গবন্ধু মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম, পিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, জেল সুপার মজিবুর রহমান মজুমদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত রায়সহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

 

আলোচনা সভা শেষে ফিতা কেটে এ বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে উপস্থিত সকলকে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মঞ্জুরুল হাফিজ। বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ী ২৭-২৮ মার্চ (২দিনজনগণের সামনে  মহান অর্জনকে তুলে ধরার লক্ষে ২দিনব্যাপী এ আয়োজন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন আরও জানায়, বাংলাদেশের এক অনন্য অর্জন-স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শ্লোগানে জেলার বিভিন্ন দপ্তরের দৃশ্যমান উন্নয়নচিত্র তুলে ধরে এ আয়োজন করা হয়েছে। আগামীকাল রোববার এ আয়োজনের সমাপণী হবে।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com