Mar 26, 2021

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সন্ধা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু মঞ্চে (কালেক্টার চত্তর) জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ অনুষ্ঠান কর্মসূচী উদযাপন করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তাজকির উজ-জামান,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাও, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি,পুলিশ সুপার এ.এইচ.এম আব্দুর রকিব, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগ ও বিভাগীয় প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু,সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আঃ সামাদ বকুল, মুক্তিযোদ্ধা আঃ রুহুল আমিন,সদর উপজেলা ভূমি অফিসার আনিসুল হক,সহকারী কমিশনার রুহুল আমিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম,সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া,সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক,রওশন জাহান,চন্দন কর,এস.এম আশিস মোমতাজ,রুহুল আমিন,শাহনাজ পারভিন,আশিকুর রহমান,শারমিন আক্তার রুমা মিঠন মৈত্র,তৌফিক আজিজ,জুবারের জাহাঙ্গীরসহ জেলার সকলস্তরের ব্যক্তিবর্গরা।

আলোচনা সভায় বক্তারা বলেন; আমাদের দেশ আজকের স্বাধীন হয়েছে। অনেক শহীদের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। বর্তমান সরকার শেখ হাসিনা জনবান্ধব সরকার। সরকার দেশে অনেক উন্নয়ন করেছে। সরকারে উপর কৃতঙ্গ থাকা সকলের জন্যই আবশ্যক। সুবর্ণজয়ন্তীতে সরকারের হাত ধরে দেশের সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আহবান জানায় বক্তারা।

আলোচনা সভা শেষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালো গ্রীণভিউ স্কুলে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। পরে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হয়। উপস্থিত সকলেই এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com