চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে করোনাকালীন সময় ক্ষতিগ্রস্ত আমচাষীদের ক্ষতিপূরণ পুষিয়ে নেয়ার লক্ষ্যে নিরাপদ আম উৎপাদন, বহুবিধ ব্যবহার,ও বাজারজাতকরণ বিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকালে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)এর সহযোগিতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি সভাপতিত্বে বক্তব্য রাখেন; শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার এস এম আনিসুজ্জামান প্রমুখ। এ সময় শিবগঞ্জ উপজেলার আম চাষিরা উপস্থিত ছিলেন।

