Mar 10, 2021

ভোলহাটের এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ইউএনও


চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সাফওয়ান নামে এক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ইউএনও মশিউর রহমান। সাফওয়ান ভোলাহাট ইউনিয়নের বজরাটেক এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। 

সাফওয়ানের বাবা মারা গেছে গত দুবছর আগে। সংরার চালানোর জন্য সাফওয়ান কাজ করে একটি জুতোর দোকানে। বুধবার (১০ মার্চ) ইউএনও মশিউর রহমানের কাছে গিয়ে নিজের কষ্টে কথা খুলে বলেন সাফওয়ান। ইউএনও তাকে প্রায় কয়েক হাজার টাকা দিয়ে সাহায্য করেছে।

সাফওয়ান বলেন; এসএসসি,জিএসসি,ও পিসসি পরীক্ষায় এ+ ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছি স্হানীয় স্কুল থেকে। এসএসসি পরীক্ষাতেও পেয়েছি এ+। অর্থিক অবস্থা ভালো না হয় পড়াশুনা করারোও ইচ্ছে থাকলেও পারিনা। যথেষ্ট প্রাইভেট পড়তে পারিনা। 

ইউএনও মশিউর রহমান জানান; ছেলেটি মেধাবী।বছর দুয়েক আগে বাবা মারা গেছে।পরিবারের কোনো আয় রোজগার নেয়। ছেলেটা একটি জুতার দোকানে কাজ করে; সেখান থেকে যা বেতন হয় তাতেই চলে তাদের সংসার। ছেলেটির দুঃখের কথা যখন আমি শুনলাম; তখন তাকে কিছু আর্থিক সহায়তা করি। 

তাকে আরও বলি; তোমার পড়াশোনার জন্য যত টাকা প্রয়োজন,আমাকে জানাবে তাৎক্ষণিকভাবে তোমাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং তার মা-কে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com